আমাদের সম্পর্কে


আমকে বলা হয় ফলের রাজা। কিন্তু সাম্প্রতিক সময়ে আমে ফরমালিনের ব্যাবহার এবং বাজারে ভারতীয় আমের সয়লাবে ব্যাথিত আমরা। এছাড়া বাগানের ভালো আম পাইকারের কাছে বিক্রির পর তা ভোক্তা পর্যায়ে অত্যাধিক মূল্যে বিক্রি হতে দেখা যায়।
তাই, প্রতিবছরই আমরা ভোক্তা পর্যায়ে সরাসরি আম বিক্রি করে থাকি। তবে, অনলাইনে এইবারই প্রথম বিপননের উদ্যোগ নিয়েছি। আর এ কারনেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
বর্তমানে আমরা আনলাইনে অর্ডার নিয়ে ভোক্তার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে আম বিপনন করছি। তবে, অতি শিঘ্রই একটি পূর্ণাঙ্গ  ইকমার্স সাইট চালু করা হবে। আপনাদের সহযোগীতা আমাদের একান্ত কাম্য।
বিনীত-
মোঃ মেফতাউল হক মিশু
মুক্তাদির রহমান
মহিব উল্লাহ 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন