বহুল আলোচিত আম। ফযলীকে বলা হয় আমের রাজা। বেশ কয়েক জাতের ফযলী আম পাওয়া যায়, এর মধ্যে সুরমা ফযলী বিশেষ ভাবে উল্লেখ্য। দেখতে লম্বা ও সরু এই আম খুবই সুস্বাদু ও মিষ্টি হয়। আকারেও ফযলী আম বেশ বড় হয়। একে একটা আম ৮০০ থেকে ৯০০ গ্রাম পর্যন্ত হতে পারে। আর হ্যা, আষাঢ়ের শুরুতে এই আম পাকা শুরু হয়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন